নারীর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নেদারল্যান্ডস দূতাবাস। এরই অংশ হিসাবে আজ (৮ ডিসেম্বর) ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ এ আয়োজিত এক অনুষ্ঠানে দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর মি. থিজ উডস্ট্রা বলেন, “নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দূতাবাস সবসময় এই প্রচেষ্টার পাশে রয়েছে। তিনি আরো বলেন, “আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে নারী ও কন্যার বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করতে। চলুন সবাই একসাথে এই ক্যাম্পেইনকে সফল করি এবং একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্যে কাজ চালিয়ে যাই ”।
অনুষ্ঠানটি শুরু হয় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক মি. ফ্রাঁসোয়া গ্রোসজিন এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি বাংলাদেশের লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণগুলোর প্রতি আলোকপাত করে বলেন, “আমাদের সবাইকে সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এরকম বড় বড় আয়োজনের পাশাপাশি প্রতিদিন রাস্তায়, কর্মক্ষেত্রে, বাড়িতে হওয়া সবধরণের সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, তাহলেই আসবে আসল পরিবর্তন”।

বিশ্বজুড়ে প্রতি ১০ মিনিটে একজন নারী লিঙ্গভিত্তিক সহিংসতায় প্রাণ হারান। বাংলাদেশেও প্রায় ৫৪% বিবাহিত নারী কোনো না কোনো সময় শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন, যা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সহিংসতার শিকার কেউ কেউ তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন, আবার অনেকেই চুপচাপ তা সহ্য করেন। এই না বলা গল্পগুলো জানানো এবং তাদের কণ্ঠকে শক্তিশালী করার জন্য প্রতি বছর বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী সক্রিয় প্রচারণা চালানো হয়। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল “ মুখ খোলো, আওয়াজ তোলো”।
নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে এ বছর বাংলাদেশে জোড়ালো প্রচারণার অংশ হিসাবে গায়ক, ইনফ্লুয়েন্সার ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামাজিক মাধ্যমে এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানটি নারীর অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সংগীত পরিবেশনা, প্রচারণা, গল্প বলা ও অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এগিয়ে চলে। জনপ্রিয় ব্যান্ড এফ মাইনর, ফারজানা ওয়াহিদ শায়ান, অ্যাসেইস ও বাংলা ফাইভ-এর সঙ্গীত পরিবেশনা আয়োজনে আলাদা মাত্রা যোগ করে।
প্রায় ৫০ জন অংশগ্রহণকারী ও বিশিষ্ট অতিথির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সবাই নারীর প্রতি সহিংসতা বন্ধে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি নেদারল্যান্ডস দূতাবাসের আয়োজনে এবং রেড অরেঞ্জ লিমিটেডের সহযোগিতায় সম্পন্ন হয়।